#বিনোদন

ডিসকো কিং বাপ্পি লাহিড়ী আর নেই।

ভারতের সঙ্গীত শিল্পী, সুরকার বাপ্পি লাহিড়ী মুম্বাইয়ের হাসপাতালে মঙ্গলবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গতকাল রাতেই বাংলার সঙ্গীতজগত হারিয়েছে তার সন্ধ্যাতারাকে। ৯০ বছর বয়সে হাসপাতালে মৃত্যু হয়েছে ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ফের ছন্দপতন। বাংলার সুরের জগতে তৈরি হল আরও বড় শূন্যতা। বাপ্পি লাহিড়ির মৃত্যু কাঁদাল বলিউডকেও। বলিউড হারাল তার ডিসকো কিংকে।

মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত এক মাস ধরে ভর্তি ছিলেন গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। কিন্তু সোমবার তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল কিছুটা। তবে বাড়ি গিয়েই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার ফের ডাক্তারকে ডাকা হয় বাড়িতে। তড়িঘড়ি হাসপাতালে আবার তাকে নিয়ে যাওয়া হয় বলে খবর। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মঙ্গলবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসক তথা ডিরেক্টর দীপক নামজোশি জানিয়েছেন, বর্ষীয়ান শিল্পীর শরীরে বয়সজনিত নানা সমস্যা ছিল। ওএসএ বা অবিস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু হয়েছে তার।

বাংলার চেয়ে মুম্বাইতেই বাপ্পি লাহিড়ীর দাপট ছিল বেশি। আশি নব্বইয়ের দশকে বলিউডকে একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ‘ডিসকো ডান্সার’ থেকে শুরু করে ‘চলতে চলতে’ তার গান অমর হয়ে রয়েছে। বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে সঙ্গীতজগতে নেমেছে শোকের ছায়া।

তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকার তাকে ২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’, ২০১৫ স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড, ২০১৬ সালে ‘মহানায়ক সম্মান’ ও ২০১৭ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *