চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক।

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা, পরিচালক সতীশ কৌশিক। সতীশ কৌশিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আরেক বলিউড অভিনেতা অনুপম খের এর টুইট থেকে। কৌতুক অভিনেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সতীশ কৌশিক। গত বৃহস্পতিবার ভোর ৫:১৬ নাগাদ প্রখ্যাত অভিনেতা অনুপম খের তাঁর প্রিয় বন্ধু সতীশ কৌশিকের মৃত্যু সংবাদ দেন টুইট করে। নিজ অভিনয় গুণে সতীশ কৌশিক ছোট থেকে বড় সবার প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন।
তাঁর অভিনীত অন্যতম ছবি হল ‘মিস্টার ইন্ডিয়া’, ‘রাম লক্ষণ’, ‘দিওয়ানা মস্তানা’ সহ একাধিক। এছাড়া পরিচালক হিসেবেও সতীশ কৌশিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সতীশ কৌশিকের মৃত্যুর কারণ অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত্যুকালে সতীশ কৌশিকের বয়স হয়েছিল ৬৬ বছর। সতীশ কৌশিকের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।