চলে গেলেন চিত্রনায়ক শাহীন আলম।
চিত্রনায়ক শাহীন আলম আর নেই। সোমবার (৮ মার্চ ) রাত ১০ টা ৫ মিনিটে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
শাহীন দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় এবং এই অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিত্রনায়ক শাহীন আলম ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসা সফল ছিনেমা উপহার দিয়েছেন তার ভক্তকূলকে। শাহীন প্রায় ১৫০টি ছিনেমায় অভিনয় করেছেন।
দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শাহীন আলম। বিগত এক দশক ধরে তিনি নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন।





