#বিনোদন

গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর ইন্তেকাল।

নন্দিত গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে আহমেদ শাফি চৌধুরী খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই গীতিকবি।

এর আগে তিনি দুইবার স্ট্রোক করেন। তিনি করোনাতেও আক্রান্ত ছিলেন।

দেশের বেশ কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য গান লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ উল্লেখযোগ্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *