#বিনোদন

এবারের ঈদে বিটিভির ‘তারার মেলা’ ।

এবারের ঈদের জন্য বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে তারকাবহুল ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। যেখানে অংশ নিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মামনুন ইমন ও কুসুম শিকদার। নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও আড্ডায় ভরপুর তারার মেলায় দর্শকরা দেখতে পাবেন নিপুণ, ওমর সানী, ডিপজল, শবনম বুবলি, তানজিন তিশা, ইমরান, কনা ও নিশিতা বড়ুয়ার বিভিন্ন পারফরম্যান্স। ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে ৩টি গানের কোলাজে নাচবেন শবনম বুবলি ও তানজিন তিশা। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান, কনা ও নিশিতা বড়ুয়া। ‘আকাশ প্রদীপ জ্বলে’ গানটির সঙ্গে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে। এছাড়াও গেম শো’র পাশাপাশি বিশেষ পর্বে অংশ নেবেন ওমর সানী ও ডিপজল। থাকছে আরও আকর্ষণ। ‘তারার মেলা’ প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু।

তিনি জানান, সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাকে নিয়ে আমরা দর্শকদেরকে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা করেছি। আশা করছি ঈদের এই অনুষ্ঠানটি উপভোগ্য হবে। ‘তারার মেলা’ প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

তথ্যসূত্র : মানব জমিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *