আসিফ আকবরের জীবনী গ্রন্থ প্রকাশ।

দেশের স্বনামধন্য সংগীতশিল্পী আসিফ আকবরের জীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ প্রকাশ হয়েছে। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সংগীতাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন- গীতিকার গোলাম মোর্শেদ, গায়িকা ফাহমিদা নবী, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়িকা আলম আরা মিনু, গায়ক ধ্রুব গুহ, সোহেল মেহেদী, কাজী শুভ, মুহিন মোহাম্মদ মিলন প্রমুখ। এ ছাড়া ক্রিকেটার জাভেদ ওমর বেলিমও উপস্থিত ছিলেন। সবার শেষে মঞ্চে ওঠেন আসিফ। তার কাছে নানান প্রশ্ন রাখেন উপস্থাপক কাজী সাবির। কয়েক দিন আগেই ‘আকবর ফিফটি নট আউট’ বইটিকে ঘিরে আলোচনা হয়। দু’জন কিংবদন্তি শিল্পীর মাদকাসক্তির বিষয়টি এই বইতে রয়েছে বলে খবর প্রকাশিত হয়। বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলছেন আসিফ আকবর এটাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
মাদক, নেশা এসব বিষয় বইতে কী কারণে অন্তর্ভুক্ত করা হয়েছে? ভাইরাল হওয়ার জন্য? সোশ্যাল মিডিয়ায় চর্চা হওয়ার জন্য? এমন প্রশ্ন শুনে আসিফ বলেন, আমি ভাইরালের বাবা, দাদা। এক ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে। বক্তব্যের শুরুতে আসিফ তার জন্ম ও বাবার সম্পর্কে কথা বলেন। তিনি জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ষড়যন্ত্র করে কিছু মানুষ গুজব ছড়িয়েছিল যে, তিনি রাজাকারের সন্তান। আসিফ জোর গলায় স্পষ্টভাবে বললেন, আমি রাজাকারের সন্তান নই। নিজের জীবনী গ্রন্থ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, নানান সময়ে পত্রপত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খণ্ডিত অংশ উঠে এসেছে। সব সময় সব কথা বলতেও পারিনি, বলা যায়ও না। এবার মনে হলো- জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার। উল্লেখ্য, ‘আকবর ফিফটি নট আউট’ বইটি প্রকাশ করেছে সাহস প্রকাশনী।
তথ্যসূত্র : মানবজমিন।