#বিনোদন

‘আগুন’ নিয়ে যাত্রা শুরু জাহারা মিতুর।

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে জাহারা মিতুর। আসন্ন ঈদেই তার অভিনীত প্রথম সিনেমা ‘আগুন’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

মিতু বলেন, ‘আগুন’ সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পর করোনার কারণে এর কাজ আটকে যায়। এরপর সিনেমাটি নিয়ে শঙ্কা তৈরি হয়। আমি নিজেও জানতাম না এর শুটিং কবে নাগাদ শুরু হতে পারে। অবশেষে সেই সব শঙ্কা কাটিয়ে শিগগিরই শুটিং শুরু হতে যাচ্ছে। আসছে রোজার ঈদকে টার্গেট করেই সব কাজ এগোচ্ছে।

সমপ্রতি এই সিনেমার একটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। আসলে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত এই কারণে যে, দেরিতে হলেও সিনেমাটির কাজ শুরু হচ্ছে এবং মুক্তির সময়ও নির্ধারণ করা হয়েছে।

এদিকে চলতি মাসেই চাঁদপুরে শুটিং হওয়ার কথা ছিল মিতুর ‘কমান্ডো’ ছবির। তবে কলকাতার দেব অভিনীত আলোচিত এ ছবির কাজ আপাতত হচ্ছে না। ক’দিন আগেই ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় ছবিটির বিরুদ্ধে। এ ব্যাপারে মিতু বলেন, এপ্রিলের দিকে ‘কমান্ডো’র শুটিং হতে পারে- আমাকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। এই মুহূর্তে আমি প্রস্তুত আছি, যখন ডাকা হবে তখনই শুটিং করতে পারবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *