আমিনুল হক ওয়েস নিউজ২৪ এর ম্যানচেস্টার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

যুক্তরাজ্যের তরুণ সাংবাদিক আমিনুল হক ওয়েছ ম্যানচেস্টার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এ নিয়োগ পেয়েছেন। নিউজ ২৪ এর ব্যবস্হাপনা সম্পাদক রাহুল রাহা স্বাক্ষরিত নিয়োগ পত্রে জনাব ওয়েস কে ম্যানচেস্টার ও তার পার্শ্ববর্তী এলাকা ( নর্থ ওয়েস্ট ) এর জন্যে দায়িত্ব প্রদান করা হয়। বর্তমানে আমিনুল হক ওয়েছ ATN Bangla UK তে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়া ও তিনি যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে কমিউনিটিতে উল্লেখ যোগ্য অবদান রেখে চলেছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। জনাব ওয়েস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
আগামীতে সাংবাদিকতায় এগিয়ে যেতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। অনলাইন নিউজ পোর্টাল ম্যানচেস্টার সমাচারের পক্ষ থেকে জনাব ওয়েস কে উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা।