#কমিউনিটির খবর #যুক্তরাজ্য

১৪ বছরের লং রেসিডেন্স আইন পুনরায় চালুর দাবিতে বার্মিংহামে প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৪ বছরের লং রেসিডেন্স আইন পুনরায় চালুর দাবিতে বার্মিংহামে প্রতিনিধি দলের সাক্ষাৎ
বার্মিংহাম, ২৬ জুলাই ২০২৫:
যুক্তরাজ্যে ৯ জুলাই ২০১২ সালের পূর্বে আগত বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার লক্ষ্যে বাতিল হওয়া ১৪ বছরের লং রেসিডেন্স আইন পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। এ বিষয়ে বার্মিংহামের বিশিষ্ট সাংবাদিক রাজু আহমেদ ও কমিউনিটি নেতা তারেক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বার্মিংহাম ইয়ার্ডলির এমপি ও হোম অফিস সংক্রান্ত পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি জেস ফিলিপস এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলটি যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বসবাসরত কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতার সুযোগ সৃষ্টির জন্য ১৪ বছরের পুরনো আইনটি পুনর্বহালের আবেদন জানান। তারা এমপিকে লিখিতভাবে জানান, আইন পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত পুরনোদের জন্য পুরনো নিয়ম এবং নতুনদের জন্য নতুন নিয়ম কার্যকর হয়—যেমনটা স্টুডেন্ট, স্কিল্ড ওয়ার্কার কিংবা স্পাউস ভিসার ক্ষেত্রেও দেখা যায়। অথচ ৯ জুলাই ২০১২ সালের পূর্বে আসা অভিবাসীদের ক্ষেত্রে পুরনো ১৪ বছরের নিয়মের পরিবর্তে হঠাৎ করে ২০ বছরের নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হয়, যা তাদের স্থায়ী হওয়ার পথকে দীর্ঘায়িত করেছে।
পুরনো ১৪ বছরের লং রেসিডেন্স নিয়মে একজন অভিবাসী নিরবিচারে যুক্তরাজ্যে ১৪ বছর বসবাস করার পর স্থায়ী বাসিন্দা (ILR) হওয়ার আবেদন করতে পারতেন। কিন্তু বর্তমান ২০ বছরের নিয়ম অনুযায়ী, অভিবাসীদের প্রথমে ২০ বছর প্রমাণ করতে হয়, তারপর আরও ১০ বছরের ‘লিমিটেড লিভ টু রিমেইন’ (LLR) পদ্ধতিতে তিনবার ভিসা নবায়ন করতে হয়—যা কার্যত স্থায়ী হওয়ার পথে অন্তত ৩০ বছরের প্রক্রিয়া তৈরি করেছে।
প্রতিনিধিদের যুক্তি ছিল, এই দীর্ঘ প্রক্রিয়া বাস্তবসম্মত নয় এবং এটি ১৪ বছরের নিয়মের সরলতা ও কার্যকারিতাকে প্রতিস্থাপন করতে পারে না। তারা বলেন, ২০১২ সালের আগে আসা অভিবাসীরা ইতোমধ্যে কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন এবং তাদের বৈধতা দিলে তারা ব্রিটেনের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
এ সময় জেস ফিলিপস এমপি প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার প্রতিশ্রুতি দেন।
এই প্রেক্ষিতে, কেবল ৯ জুলাই ২০১২ সালের আগে যুক্তরাজ্যে আগত অভিবাসীদের জন্য ১৪ বছরের লং রেসিডেন্স আইনটি পুনর্বহাল করা এখন সময়োপযোগী ও ন্যায়সংগত পদক্ষেপ বলে দাবি করেন কমিউনিটি নেতারা।
সূত্র:
https://metro.co.uk/2020/06/23/dont-know-how-many-undocumented-people-live-uk-12882101/amp/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *