সিলেটে সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্য ( নর্থ ওয়েলস )প্রবাসীর মৃত্যু !
ওসমানীনগরে মিনিবাস চাপায় ঘটনাস্থলে একজন যুক্তরাজ্য প্রবাসী নিহত ও দুই পথচারী আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে সিলেট ঢাকা মহাসড়কের উপজেলার গোয়ালাবাজারে শেরপুরগামী (ঢাকা মেট্রো জ-১১-২২৬৪) চলন্ত বাস পথচারীদের ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের নিবাসী চাঁন মিয়া কর্মজীবনে নর্থ ওয়েলস এর লানডুড’ন শহরের বাঙালি মালিকানাধীন ব্লু এলিফেন্ট রেস্টুরেন্টের একজন তান্দুরী শেফ ছিলেন। চান মিয়ার মৃত্যুতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে দুর্ঘটনার পর পর সিলেট ঢাকা মহাসড়কে আধা ঘন্টা যানচলাচল বন্ধ থাকে । স্থানীয় জনগন বাসটি উত্তর গোয়ালাবাজারে নিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় ।
নিহত প্রবাসী চাঁন মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজকরনসী দক্ষিন পাড়া গ্রামের মজিদ মিয়ার পুত্র ।





