#কমিউনিটির খবর

রসডেলে ক্রিকেট এসোসিয়েশনের কমিটি ঘোষণা।

রসডেল স্থানীয় বাংলাদেশী BACP হলে নর্থ‌ওয়েস্টের সকল ক্রিকেট ক্লাবের সদস্যদের কে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভার মাধ্যমে নর্থ বাংলাদেশি ক্রিকেট এসোসিয়েশন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় মাহমুদুর রহমান রুবেল, সেক্রেটারী মহসিন মিয়া এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ জাফর নিয়াজ।

সভায় চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ব্রাডফুড থেকে আগত মোহাম্মদ হুমায়ুন ইসলাম (BEM)
সভায় আগামী সিজন ক্রিকেট লীগকে সফল ও সার্থক করার জন্য সবাই একমত পোষণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *