#কমিউনিটির খবর #সিলেট বিভাগ

যে দেশে তরুণদের এমন সমাজসেবী মনোভাব, সে দেশে  আলো আসবেই – তাহসিন এম খান

সিলাম সিউর সাকসেস এডুকেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে ১১ই মে ২০২১ ইং মঙ্গলবার দুপুর ২ ঘঠিকার সময় সিলাম সিউর সাকসেস ক্যাম্পাসে এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি এস আই আব্দুল গফফার সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম ফাহাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান তাহসিন এম খাঁন, তিনি তার অনুভূতি প্রকাশ করে বলেন, দেশে এত নেতিবাচক বিষয়াদি থাকা সত্বেও তরুণরা যেভাবে সমাজ সেবায় এগিয়ে আসছে, তাতে আলো আসবেই, দূর হবে অন্ধকার।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অনুভূতি প্রকাশ করেন বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব মোদাব্বির হুসেন,সিলেট জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি মিসবাহ উদ্দিন,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সেক্রেটারি সাংবাদিক এম আহমদ আলী,সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল,গোল্ডেন ফিউচার একাডেমির পরিচালক মনিরুল ইসলাম তুরন,সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেন,নবারুণ শিশু বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মাহবুব আহমদ চৌধুরী,উস্তার আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিবরিয়া আহমদ অপু,সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম,কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃআব্দুল্লাহ আল নোমান, তরুণ সমাজসেবক ডাঃসাদ্দাম হোসেন,চকেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃশাহজাহান,
সংগঠনের সাবেক সভাপতি মোঃরমজান আলী, ও তরুন সমাজসেবক খায়রুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি এম কে ফাউন্ডেশন এর সেচ্ছাসেবী হুসাইন খান, নাইম খান, সিউর সাকসেস একাডেমির সভাপতি আবুল হাসান ইমন, সাধারণ সম্পাদক হুবায়েব আহমদ,সংগঠনের সদস্য ফয়ছল আহমদ,আব্দুস শহীদ মধু,মতিউর রহমান সায়েক,আব্দুল্লাহ আল হাদী।
দোয়া পরিচালনা করেন হাফিজ ক্বারী আরিফুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *