ম্যানচেস্টারে কর্মস্থলে শেফের আকস্মিক মৃত্যু !

গত ৬ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে কর্মরত অবস্থায় গ্রেটার ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে জনাব মাসুক আহমদ এনাম নামে একজন শেফ ইন্তেকাল করেছেন। জনাব এনাম সুদীর্ঘ পঁচিশ বছর যাবত ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান জনাব সিজিল মিয়ার মালিকানাধীন স্টকপোর্টের গেটলী এলাকার খ্যাতনামা রেস্টুরেন্ট গেটলী তান্দুরীতে কর্মরত ছিলেন। জনাব এনামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ থানার হিলালপুর গ্রামে।
রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় আকস্মিক এই মৃত্যুর খবরে ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিউনিটি নেতৃবৃন্দ সহ জনাব এনামের সহকর্মী ও বন্ধু – স্বজনদের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। শীঘ্রই নামাজের জানাজার স্থান ও সময়সূচি জানানো হবে।