#কমিউনিটির খবর

ম্যানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলমগীর চৌধুরী আর নেই ! আজ জানাজা ।

ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব আলমগীর চৌধুরী আর নেই,  ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি কোরোনায় আক্রান্ত হয়ে বিগত কয়েক সপ্তাহ উইদিনসো হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ১৭ তারিখ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনাব আলমগীর চৌধুরীর মৃত্যুতে ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যানচেস্টারের সর্বস্তরের বাংলাদেশীদের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করতে দেখা যায়।

জনাব আলমগীর চৌধুরীর বাড়ি সিলেটের মোগলাবাজারের তুরুকখলা বড় বাড়ী। তিনি মরহুম ডা: বজলুল করিম চৌধুরী সাহেবের ছোট্ট ছেলে । তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সংগঠক ছিলেন।

৯০ দশক এ তিনি এ বি ব্যাংক  দরগা গেইট শাখায় ব্যাংকার হিসেবে সুনামের সাথে কাজ করেন। পরবর্তীতে ম্যানচেস্টারের স্টার্টফোর্ডে প্রবাসী জীবন শুরু করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ২ কন্যা সন্তান রেখে গিয়েছেন।

মরহুমের নামাজের জানাজা, আজ ১৮ই নভেম্বর বৃহস্পতিবার বাদ জোহর ম্যানচেস্টারের রুশম শাহ্জালাল জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে  ( Shahjalal Mosque Manchester,* M14 5WE)  জানাজা শেষে সাউদার্ন সিমেট্রিতে সমাহিত করা হবে ( Southern Cemetery, new section Nell Lane, Chorlton, Manchester, M2 7GR) ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *