#কমিউনিটির খবর

ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি দেওয়ান মাহদি ও সেক্রেটারি নূরুল গাফফার।

যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভুত মূল ধারার আইন পেশায় নিয়োজিতদের সংগঠন ‘ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস সোসাইটির’ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সলিসিটর দেওয়ান মাহদি সভাপতি ও সলিসিটর নূরুল গাফফার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গত শনিবার (৫ ডিসেম্বও ২০২০) এ নির্বাচন ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে হলের পরিবর্তে রিমোটলি ইলেকট্রনিক প্লাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার সলিসিটর নাজির আহমেদ এবং নির্বাচন কমিশনের সদস্য হিসেবে সলিসিটর শাহনাজ আহমেদ, সলিসিটর মাসুদ চৌধুরী, সলিসিটর চৌধুরী জিন্নাহ আলী দায়িত্ব পালন করেন।

সোসাইটির নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ফরিদা হাকিম, জহির আশাজ, শাহ মিসবাহুর রহমান, আমিনা হক, যুগ্ম সম্পাদক মো. মাহদি হাসান, মুনশাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাহমিনা কবির, কোষাধ্যক্ষ জেসমিন আকতার, যুগ্ম কোষাধ্যক্ষ আবদুল হালিম সরকার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ গনি উল্লাহ, প্রেস ও প্রকাশনা সম্পাদক শাবলুল হক, সংস্কৃতি ও কমিউনিটি এফেয়ার্স সম্পাদক কাউন্সিলর কাহার চৌধুরী, গভর্নিং বডির সদস্য গোলাম জিলানি মাহবুব, মো. শাহিদুল ইসলাম মামুন, শাব্বির আহমদ, রাহাদ চৌধুরী, ইমরুল শেখ, রায়হান আহমেদ, ফজলে এলাহি।

উল্লেখ্য, সংগঠনটির অভিষেক ১২ বছর পূর্বে ইংল্যান্ড ও ওয়েলস-এর দি ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টেও প্রধান বিচারপতি লর্ড ফিলিসপস-এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বিচারপতি মুহাম্মদ বেলায়েত হোসাইন ও বিদায়ী সভাপতি এহসানুল হকের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *