ওল্ডহ্যামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলকাছ আলী আর নেই।
ওল্ডহ্যামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সংগঠক ও সমাজকর্মী, দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট এর কার্যকরী কমিটির সদস্য, আঞ্জুমান আল ইসলাহ ইউ কে এর সদস্য জনাব আলকাছ আলী গয়াস বৃহস্পতিবার সন্ধ্যায় ওল্ডহ্যাম হাসপাতালে কোরোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
জনাব আলকাছ আলীর মৃত্যুতে ওল্ডহ্যাম কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। আঞ্জুমান আল ইসলাহ ইউ কে এর পক্ষ থেকে শোক বিবৃতিতে শাহ্জালাল মসজিদ ম্যানচেস্টারের ইমাম খায়রুল হুদা খান শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুম আলকাছ আলী ওল্ডহ্যামের কবি,সাংবাদিক ও সমাজকর্মী সালেহ উদ্দিন তালুকদার সুমনের শশুর।





