ইউরো বাংলার উদ্যোগে বৈশাখী মেলা।

রোববার (৩ জুলাই) ম্যানচেস্টারের লং সাইটের রুশফোর্ড পার্কে অনুষ্ঠিত হয়ে গেল ইউরো বাংলা এসোসিয়েশন গ্রেটার ম্যানচেস্টার ইউকে এর উদ্যোগে বৈশাখী মেলা।
দেশের বাইরে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে এবং নতুন প্রজন্মকে বাঙালিয়ানার স্বাদ পৌঁছে দিতে ভরপুর আয়োজন ছিলো ওই মেলায়। রং বেরঙের দেশীয় পোশাকে সজ্জিত নর নারী ও শিশুদের কলতানে মুখরিত হয়ে উঠে পার্ক প্রাঙ্গন। হরেক রকম দেশীয় খাবার ও পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিলেন স্বদেশীরা। শিশুদের জন্য আয়োজন করা হয়েছিলো নানান প্রকারের ক্রীড়া উৎসবের। মেলার শেষাংশে সবাইকে বিমোহিত করে লোক বাংলার গান।
ছুটিরদিনে উন্মুক্ত প্রান্তরে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উপভোগের এ ছিলো এক বর্ণিল আয়োজন।