#কমিউনিটির খবর

ইংল্যান্ডের লিংকনস ইন থেকে ‘ বার এট ল ‘ ডিগ্রী অর্জন করলেন পাবনার কৃতি সন্তান মো: ওবায়দুল হক

ইংল্যান্ডের লিংকনস ইন থেকে বার এট ল ডিগ্রী সম্পন্ন করে ব্যারিস্টার হলেন পাবনার কৃতি সন্তান মো: ওবায়দুল
——————————-
১৯৭৭ সালে ১৫ই মে পাবনা জেলার অন্তর্গত ফরিদপুর উপজেলার মৃধাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। জনাব ওবায়দুল হক বনওয়ারিনগর মডেল সরকারি প্রাইমারি স্কুল প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বনওয়ারিনগর সি.বি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে স্টার মার্কস নিয়ে কৃতিত্বের সাথে সেন্টার ফাস্ট হন। অতঃপর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে স্টার মার্কস নিয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন এবং জনাব ওবায়দুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৫-৯৬ সেশনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। অতঃপর তিনি মাস্টার ডিগ্রি শেষে প্রথম চাকরি হিসেবে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনডিপি এর অধীনে আর্সেনিক এবং মিটিগেশন প্রজেক্টে কিছুদিন কাজ করে এছারাও তিনি ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং এ কয়েক বছর কাজ করেন এছাড়াও আরো কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আইন পেশার প্রতি প্রবল আগ্রহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মেট্রোপলিস আইডিয়াল কলেজ থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন এবং এছাড়াও তিনি বাংলাদেশ- ভারত দিপাক্ষিক সম্পর্ক বিষয়ক গবেষণার মাধ্যমে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। জনাব ওবায়দুল হক ঢাকা জজ কোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য ও অ্যাডভোকেট। জনাব ওবায়দুল হক ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য প্রতিষ্ঠান দি অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন থেকে ২০২৪ সালে কল টু দা বারের মাধ্যমে ব্যারিস্টার -এট- ল ডিগ্রী অর্জন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *