খোশ আমদেদ মাহে রমজান।

বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস রমজান। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাস শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায় অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটিতে শনিবার (১লা মার্চ) রমজান মাস শুরুর ঘোষণা দেন।
এদিকে যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশেও ১লা মার্চ থেকে রোজা রাখা শুরু হয়েছে।
আলজেরিয়া, মিশর, জর্ডান, লিবিয়া, সুদান এবং তিউনিসিয়াও শনিবার থেকে রমজান শুরু ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা, অধিকৃত পশ্চিম তীরেও রমজান শুরু হয়েছে সৌদি আরবের সঙ্গে একই দিনে। লেবাননের সুন্নি মুসলমানরাও শনিবার রোজা শুরু করেছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মরক্কোসহ বেশ কয়েকটি দেশে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার মাধ্যমে রোববার থেকে রমজান মাস শুরু হয়েছে। আজ দেশগুলোতে রমজান মাসের প্রথম দিন।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় শনিবার থেকে রমজান মাসশুরু হয়েছে। মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।