#ইসলাম ও জীবন দর্শন

কোরোনায় মৃত্যু হলে শহীদের মর্যাদা। ডঃ আবুল কালাম আজাদ

করোণায় নিহত ব্যক্তিকে শহীদ বলা যাবে
– আরব বিশ্বের মুফতিবৃন্দ
যারা করোনার নিহত হন, তাদেরকে শহীদ বলা যাবে বলে বর্তমান জামানার মুফতিরা অনেকেই ফতোয়া দিয়েছেন। যেমন দেখুনঃ

https://www.albayan.ae/across-the-uae/news-and-reports/2020-04-01-1.3818115
এবং ঐ মৃত ব্যক্তিকে শহীদ মনে করে দোয়াও করা যাবে।
এখানে বিভিন্ন মুফতিদের মতা মত দেখুনঃ
https://www.alanba.com.kw/ar/kuwait-news/islamic-faith/964276/27-04-2020-%D8%B9%D9%84%D9%85%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D8%B4%D8%B1%D8%B9-%D9%85%D8%A7%D8%AA-%D8%A8%D9%80-%D9%83%D9%88%D8%B1%D9%88%D9%86%D8%A7-%D9%8A%D8%B1%D8%AC%D9%89-%D9%84%D9%87-%D9%8A%D9%83%D9%88%D9%86-%D8%B4%D9%87%D9%8A%D8%AF%D8%A7/

https://www.shorouknews.com/news/view.aspx?cdate=28042020&id=c3e0d153-2a0b-4ddb-8c5d-7ce2ce0fa146

আমাকে এক ভদ্রলোক সৌদি আরবের এক শায়খের একটা ফতোয়া এনে বলেছেন যে তিনি শহীদ কিনা সে খবর আল্লাহর কাছে। ফলে, কাউকে শহীদ বলার ক্ষমতা আমাদের নেই।

কিন্তু মনে রাখতে হবে যে এটা হাদীসের ই কথা:
আল্লাহর পথে নিহত ছাড়াও আরো সাতজন শহীদঃ

১- পেটের পীড়ায় যদি কেউ মারা যায়
২- পানি ডুবে যে মারা যায়
৩- ফুসফুসের জটিল ব্যধিতে যে মারা যায়
৪- প্লেগে যে মারা যায়
৫- আগুনে পুড়ে যে মারা যায়
৬- দেয়াল চাপা পড়ে যে মারা যায়
৭- যে গর্ভবতী মহিলা মারা যায়

সহীহ ইবনে হিব্বানে এসেছে এই হাদিসটি।
( إنَّ اللهَ قد أوقَع أجرَه على قدرِ نيَّتِه وما تعُدُّونَ الشَّهادةَ ؟ ) قالوا: القتلَ في سبيلِ اللهِ قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم: ( الشَّهادةُ سبعٌ سوى القتلِ في سبيلِ اللهِ: المبطونُ شهيدٌ والغريقُ شهيدٌ وصاحبُ ذاتِ الجَنْبِ شهيدٌ والمطعونُ شهيدٌ والحريقُ شهيدٌ والَّذي يموتُ تحتَ الهدمِ شهيدٌ والمرأةُ تموتُ بجُمْعٍ شهيدٌ
الراوي : جابر بن عتيك | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان الصفحة أو الرقم: 3190 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه
উপরিউক্ত হাদীসে ৩ নং টা করোনার সাথে প্রায় ১০০% মিলে যায়। ফলে, যদি কেউ করোণায় মারা যায় তাঁকে শহিদের মর্যদা পাওয়া বা তাঁকে শহীদ বলাটা একেবারেই সহীহ হাদীস দ্বারাই প্রমাণিত। এবং ব্যক্তির নাম উল্লেখ করেই বলা যাবে বলে হাদীসের ভাষা দ্বারা বুঝা যায়। হাদীসে বলা হচ্ছে “সে শহীদ”। এখানে একবচন দিয়েই বলা হয়েছে, বহুবচন দিয়ে বলা হয় নি। ফলে, এই ৭টা কারণের যে কোন কারণে মারা গেলে তাঁকে শহীদ হিশাবে গণ্য করা হলেও তাঁর দাফন-কাফন হবে সাধারণ মৃত ব্যক্তির মত। এবং তাঁর শাহাদতের মর্যদাটা নির্ভর করবে আল্লাহ তায়ালার সিদ্ধান্তের ওপর।

কিন্তু সেই ব্যক্তিকে শহীদ বলা বা ভাবা গুনাহের কাজ বা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানহাজের খেলাফ এটা দাবী করাটা সঠিক নয়।
কারণ আহলে সুন্নাত বলতে যদি আপনি শুধু আপনার পছন্দনীয় দেশের পছন্দনীয় কিছু শায়খ বা মুফতির কথা মনে করেন সেটা নিশ্চয় ঠিক নয়।

তাই, আসুন- যারা করোনায় নিহত হয়েছেন ইমান নিয়ে, তাঁরা শহীদ হিসাবেই আল্লাহর কাছে বিবেচিত হোক এই দোয়া করি। আমরা যারা এখনো বেচে আছি আল্লাহ আমাদের সবাইকে লম্বা হায়াতে তাইয়েবা দান করুন। আমীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *