ঈমান ছাড়া আমল বৃথা।

মানুষের প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কথা, কাজ ও আমলের গ্রহণযোগ্যতা, পূর্ণতা ও প্রতিদান লাভ নির্ভর করে ঈমানের ওপর। ঈমান ছাড়া সব আমলই বৃথা। মানুষ তার ঈমানের দৃঢ়তা অনুসারে আমলের প্রতিদান ও সাওয়াব লাভ করবে। ইরশাদ হয়েছে, ‘যদি কেউ মুমিন হয়ে ভালো কাজ করে তার কর্মপ্রচেষ্টা অগ্রাহ্য হবে না এবং আমি তো তা লিখে রাখি।’ (সুরা আম্বিয়া, আয়াত : ৯৪)
ঈমানহীনতা মানুষের আমলকে নিষ্ফল করে দেয়। ফলে সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ বলেন, ‘আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি অবতীর্ণ হয়েছে যে তুমি আল্লাহর সঙ্গে শরিক স্থির করলে তোমার কাজ নিষ্ফর হবে এবং অবশ্যই তুমি হবে ক্ষতিগ্রস্ত।’ (সুরা ঝুমার, আয়াত : ৬৫)
বরং ঈমান মানুষের আমলের গতিপথ নির্ধারণ করে দেয়। আল্লাহ ও পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। এ জন্য ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘অসুস্থ ব্যক্তির জন্য ওষুধ যতটা প্রয়োজনীয় মানুষের জন্য রিসালাত (ঈমান ও দ্বিন) তার চেয়ে বেশি প্রয়োজনীয়। কেননা চিকিৎসা না পেলে মানুষের শরীরের মৃত্যু ঘটে। কিন্তু যে ব্যক্তি ঈমান ও ইসলামের আলো থেকে বঞ্চিত হয়, তার অন্তরের এমন মৃত্যু ঘটে যে আর কখনো সুস্থতা আশা করা যায় না অথবা সে এমন দুর্ভাগ্যের শিকার হয় যে তার সৌভাগ্য লাভের কোনো আশা থাকে না।’
লেখক : মুফতি আতাউর রহমান।