#সিলেট বিভাগ

আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড-ক্ষতি প্রায় ৩০ কোটি !

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের ৩৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাহাড়পুর বাজারের ব্যবসায়ি বিষ্ণুপদ দাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটি বন্ধ থাকায় কেউই অগ্নিকান্ডের বিষয়টি বুঝতে পারেনি। মূর্হুতেই আগুন বিভিন্ন দোকানে লাগতে শুরু করে। ওই এলাকায় জাল এবং কাপড়ের দোকান বেশি হওয়ায় নিমিষেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তাপে কেউ কাছেই যেতে পারেননি।
এদিকে, পাহাড়পুর বাজার একটি দুর্গম হাওর অঞ্চল, এছাড়া আজমিরীগঞ্জ উপজেলাতেই কোন ফায়ার স্টেশন না থাকায় নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা না থাকায় দীর্ঘ ৪ ঘন্টা পর নবীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ইতোমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান স্থানীয় লোকজন। পরে কয়েকটি ছোট ওয়াটার পাম্প মেশিন লাগিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রাখেন। অবশেষে আগুণ নিয়ন্ত্রণে আনলেও নিঃস্ব হয়ে যান ৩৯টি দোকানের ব্যবসায়ি। তাদের দোকান থেকে একটি জিনিসও বের করা সম্ভব হয়নি।
ওই বাজারের জনতা স্টোরের স্বত্তাধিকারী হরিদাশ জানান, তার পাইকারী মুদি মালের দোকানে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মালসহ ৩৯টি দোকানের আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ৩৯টি দোকানের তালিকা কর হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান হবে প্রায় ৩০ কোটি টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে জালের দোকান হতে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *