#সিলেট বিভাগ

৪৮ ঘন্টা পর সিলেটে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার।

সিলেটে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিকরা। বুধবার (২৩ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর বুধবার রাত থেকে নগরে চলতে শুরু করেছে অটোরিকশা।

সিএনজি চালিত অটোরিকশায় গ্রিল সংযোজনের পুলিশের নির্দেশনা বাতিলসহ ছয় দফা দাবিতে সোমবার থেকে ধর্মঘট শুরু করে জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

এছাড়া সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন শুরুর দাবিতে বুধবার থেকে তিনদিনের ধর্মঘট পালন করছে সিলেটের পরিবহন শ্রমিকরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ফলে বুধবার রাত সাড়ে ৯টা থেকে নগরীসহ সিলেটের বিভিন্ন রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচল করতে শুরু করেছে।

সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া হোসেন বলেন, সিলেট মহানগর পুলিশ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *