#সিলেট বিভাগ

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ দূর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে লিফলেট বিতরণ !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে ৮ কোটি টাকা লুটপাটকারীদের গ্রেপ্তার করার দাবিতে শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। এই রকম দূর্নীতি করার পরও সাজা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও তাদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন কর্মসুচিও পালন করেছেন সাধারণ মানুষ। কিন্তু এরপরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
সোমবার (১৮ জানুয়ারি) লুটপাটকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীসহ ১০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও প্রচার সপ্তাহ শুরু করেছে ‘সম্মিলিত নাগরিক আন্দোলন’ হবিগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ আরডিহল মাঠে সংগঠনের সভাপতি পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা কমরেড হাবিবুর রহমান, এডভোকেট জুনায়েদ আহমেদ, ভূপিকা রঞ্জন দাস, সাংবাদিক শোয়েব চৌধুরী, নাগরিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সদস্য গোলাম সরোয়ার জাহান লিটন। এতে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ অনতিবিলম্বে মেডিকেল অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে গ্রেপ্তার ও পদ থেকে অব্যাহতিসহ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নাগরিকদের সুচিকিৎসা প্রদানের দাবি জানান। অন্যথায় নাগরিক সমাজ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে দাবি আদায়ে বাধ্য হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *