হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ২৫ জনসহ ১২১৪ জনের করোনা শনাক্ত
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে শনাক্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, মাধবপুর ৩ আজমিরীগঞ্জ ২ বাহুবল ২ নবীগঞ্জ ১ জন রয়েছে। তিনি আরো জানান, নতুন ২৫ জন শনাক্তসহ জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১২১৪ জন। আরোগ্য লাভ করেছেন মোট ৭৬৩ জন ও মৃত্যু হয়েছে মোট ১০ জনের।





