#সিলেট বিভাগ

হবিগঞ্জে একটি তক্ষক উদ্ধার !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ শহরতলির উমেদনগর নামক স্থান থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ সদস্য তক্ষকটি উদ্ধার করে সদর মডেল থানায় হস্তান্তর করেন।

সদর উপজেলার চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, উমেদনগর পুরানহাটি এলাকার মহিবুর রহমানের ছেলে শিহাব, তার বাড়ির পাশ্ববর্তী ঝোঁপ থেকে এ তক্ষকটি উদ্ধার করে। পরে সে ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসিমকে ঘটনাটি জানালে তিনি পুলিশকে অবগত করেন। পরে চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তক্ষকটির ওজন ৮০ গ্রাম। তবে বাজার দর তাদের জানা নেই। তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *