#সিলেট বিভাগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যা ব-৯ হবিগঞ্জের সিপিসি ১ এর নতুন ইউনিট উদ্বোধন করা হয়েছে!

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে “ক্রাইম প্রিভেনশন কোম্পানি র্যা ব ৯ হবিগঞ্জের সিপিসি ১ এর নতুন ইউনিট শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মর্চ) দুপুর ২টায় র্যা বের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিপিসি ১ অস্থায়ী ক্যাম্পের এর নতুন ইউনিট আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভবনটি উদ্বোধন করেন।

জানা যায়, এ উদ্বোধন অনুষ্ঠানে র্যা ব, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে র্যা বের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের নতুন ইউনিট র্যা ব ৯ এর সিপিসি ১ এর নতুন ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিট সকল অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে, র্যা বের অফিসার ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, র্যা ব ৯ জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা পালন করেছেন।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যা বের ডিজি বলেন, সাগর রুনি হত্যা কান্ডের মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সুনামগঞ্জের শাল্লা হরিপুরের নোয়াগাও গ্রামের ঘটনার জবাবে সাংবাদিকদের তিনি আরও বলেন দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সবার সমান অধিকার রয়েছে। কেউ যদি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তা সহ্য করা হবে না। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কোন জঙ্গি ও সন্ত্রাসীর ঠাঁই এ দেশে হবেনা।
র্যা ব ৯ এর মিডিয়া উইং ওবাইনের সঞ্চালনায় সিপিসি ১ এর কোম্পানি কোমান্ডার (অতি: পুলিশ সুপার) কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন র্যা ব ৯ এর সিও (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা শরীফুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যনবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, কমান্ডেন্ট ইন সার্ভিসের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়াতুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগির চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার নব- নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *