#সিলেট বিভাগ

সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িতে হামলা।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৭’শ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে শাল্লা থানায় এ মামালা দায়ের করা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আসামি করা হয়েছে ৭’শ জনকে। এর মধ্যে ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত। তিনি বলেন, মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

তবে বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি। এদিকে, সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ জানিয়েছেন, ফেসবুকে মামুনুল হকের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে আটক হিন্দু ধর্মাবলম্বী যুবককে বুধবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করে। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। মামুনুল হককে নিয়ে নোয়াগাঁও গ্রামের এক হিন্দু ধর্মাবলম্বী যুবক ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন অভিযোগে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে গত মঙ্গলবার রাতে নোয়াগাঁও গ্রামের লোকজন তাকে পুলিশে ধরিয়ে দেন।

গতকাল বুধবার সকালে শাল্লা উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চন্দ্রপুর গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়। গ্রামে দুই শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে অভিযোগ আক্রান্তদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *