সুনামগঞ্জে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত।
সিলেট প্রতিনিধিঃ
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলার ইউনিয়নের দামোধরতপী এলাকায় বুধবার রাত ১০টায় ঢাকাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন-ছাতক উপজেলার কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২০), একই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ (২০), সফিকুর রহমানের ছেলে জামিল মিয়া (২০)। বুধবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ অভিমুখে আসা তিন মোটরসাইকেল আরোহীর সাথে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিক ঘাতক বাস ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি সালেহ আহমদঘটনাস্থলে ৩ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল তৈরী করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানোর কাজ চলছে।





