সুনামগঞ্জের সীমান্তে বিজিবির অভিযানে আটক ভারতীয় পণ্য।
সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
গত শুক্রবার (৭জানুয়ারি) দুপুর ২টায় দোয়ারাবাজারের তালতলা থেকে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার মূল্য ১লাখ ৪৪ হাজার টাকা। বিশ্বম্ভরপুর ধোপাজান চলতি নদীর চর থেকে ২৯ বোতল ভারতীয় মদ আটক করে যার মূল্য ৪৩ হাজার ৫শ টাকা।
একই দিন সুনামগঞ্জ সদর উপজেলার কামার ভিটা নামক স্থান থেকে ২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১০ হাজার টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ভারতীয় জিরা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।





