সিলেট ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ উদ্ধার।
সিলেট প্রতিনিধি:
সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণসহ ৪ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।যার বাজার মূল্য আনুমানিক ৭ কোটি টাকার উপরে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে আয়রন মেশিন ও জুসার মেশিনে করে স্বর্ণগুলো নিয়ে আসেন তারা।
বিষয়টি দৈনিকসিলেটকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আলামিন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।
মোহাম্মদ আলামিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সাথে তারা সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরা সন্দেহ হলে তাদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





