সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ১১ জন নিহত ! নিহতদের একজন ডাঃ ইমরান !
দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া গিয়েছে তিনি হচ্ছেন, ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আমজাদ হোসেন স্যারের ছেলে , আমাদের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র JMC 12 ব্যাচের ডাঃ ইমরান ।
উল্লেখ্য : আজ সকালে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্প এর নিকটে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাস এর মুখোমুখি সংঘর্ষে বড় ধরনের সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মী ছাড়া ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হতাহতদের উদ্ধার প্রক্রিয়া পরিচালনা করেছেন।

উক্ত ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা জানা না গেলেও প্রাথমিক ভাবে ১১ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি সূত্র মতে, নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে । ফায়ার সার্ভিসের টিম দুটি বাসের বডি কেটে হতাহতদের উদ্ধার করছে। দুটি বাসের ড্রাইভার এর মৃত্যু হয়েছে এবং হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।





