সিলেটে করোনা রোগীদের ফ্রি টেলি মেডিসিন সেবা দিচ্ছে অক্সিলাইফ।
সিলেটের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করছেন অক্সিলাইফ। সিলেট মিলেনিয়াম ব্যাচ (এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২) সিলেট বিভাগের সার্বিক তত্বাবধানে
কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করছে অক্সিলাইফ।
জরুরী স্বাস্থ্য সেবার মধ্যে রয়েছে, সরাসরি ফোন কলের মাধ্যমে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা প্রদান, ইমার্জেন্সি রোগীদের প্রাথমিক হোম চিকিৎসা প্রদান, জরুরী অক্সিজেন সেবা, রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল কালেকশনে সহযোগিতা প্রদান, সংকটাপন্ন রোগীদের হাসপাতালে ভর্তিতে সহযোগিতা প্রদান, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা, বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি অংশগ্রহণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ চিকিৎসা সংক্রান্ত প্রোগ্রামের আয়োজন, গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান এবং জরুরী প্রয়োজনে কোভিড-১৯ আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠার করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দ্রুত সেবা দিতে দুটি হটলাইন ০১৩০৫-২১৫০৪২ এবং ০১৮২৩-১৩৮৮১৭ চালু করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০১৩০৫-২১৫০৪২ নম্বরে এবং সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ০১৮২৩-১৩৮৮১৭ নম্বর থেকে সেবা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।





