সিলেটে ঈদ জামাতে উপচে পড়া ভিড়।
সিলেট প্রতিনিধি : ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবার সিলেটে খোলা জায়গায় ঈদ জামাত না হলেও বিভিন্ন মসজিদে স্বাস্থ্য বিধি মেনে জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদসমূহেও ছিল মুসল্লিদের ভিড়। মুসল্লিদের ভিড় সামলাতে বিভিন্ন মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়।
সিলেট নগরীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদে। মুসল্লিরা স্বাস্থ্য বিধি মেনে কাতারে দাঁড়ান। এতে সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা হুজায়েফা ও খুতবা পড়েন মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি।
সিলেট আবহাওয়া বিভাগ সূত্রে জানায়, সিলেটে শুক্রবার ভোর রাত থেকে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টিপাত হয়। বিরুপ আবহাওয়ার মধ্যেও মসজিদসমূহে মুসল্লিদের ভিড় পরিলক্ষিত হয়। জামাত শেষে করোনাভাইরাস থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কুদরত উল্লাহ জামে মসজিদে এবার সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সিলেট কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয় চারটি জামাত।
এছাড়া, জজকোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সোবহানীঘাট জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সোবহানীঘাট কাচাবাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মিরবক্সটুলা মাদ্রাসা মসজিদে সকাল ৮টায়, ভার্থখলা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, খোজারখলা মার্কাজ মসজিদে সকাল ৯টায়, কদমতলী জামে মসজিদে সকাল ৮টা ও সকাল ৮টা ৪৫ মিনিটে, ঝালোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকালে সাড়ে ৮টায়, বরইকান্দি জামে মসজিদে সকাল ৮টায়, দারুসসালাম জামে মসজিদে সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৮টা ১০ মিনিটে, নয়াসড়ক জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, নাইওরপুল তাকওয়া মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, টুকেরবাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পিরপুর জামে মসজিদে সকাল ৮টা ৪৫ মিনিটে ও নুরিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিবছর সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। তবে, এবার কেবল শাহী ঈদগাহই নয়, সিলেটের কোথাও উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে খোলা জায়গায় এবার ঈদ জামাত না হলেও সিলেট নগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত নির্দেশাবলি অনুসরণপূর্বক মুসল্লিরা ঈদের জামাত আদায় করেছেন বলে জানান তিনি।





