রায়হানের পরিবারকে উপহার দিলেন এসএমপি কমিশনার।
পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ উপলক্ষে পুলিশী নির্যাতনে নিহত রায়হানের পরিবারকে উপহার সামগ্রী পাঠিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।
বুধবার (১৪ এপ্রিল) এসএমপি কমিশনারের পক্ষে রায়হানের পরিবারে সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি. এম. আশরাফ উল্যাহ তাহের ও সহকারী পুলিশ কমিশনার (ফিন্যান্স) রাখী রানী দাস।
উপহার তুলে দিয়ে পুলিশ কর্মকর্তাদ্বয় রায়হানের পরিবারের সাথে কিছুটা সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন।





