#সিলেট বিভাগ

মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা !

সিলেট প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগরে দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ সড়কে ফেলে গেছে। নিহত যুবকের নাম আবদুল মালিক (২৮) । তিনি উত্তরভাগ গ্রামের আবদুল করিমের ছেলে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁওয়ের রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উত্তরভাগ লাগোয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন আবদুল মালিক। অ্যাডভোকেট মন্টুর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল উত্তরভাগ ইউনিয়নের খাসমহলের এক ব্যক্তির। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করছে নিহতের পরিবার।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই উত্তরভাগ ইউনিয়ন পরিষদ সদস্য জুয়েল আহমদ জানান, অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সঙ্গে উত্তরভাগের খাসমহলের জায়গা নিয়ে ওই এলাকার এক ব্যক্তির বিরোধ দীর্ঘদিনের। তাদের কোন্দলের বলি হলো আমার চাচাতো ভাই আবদুল মালিক। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে গেছে।

খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে ময়না তদন্তের জন্যে লাশ হাসপাতালে পাঠানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *