#সিলেট বিভাগ

মাধবপুরে সায়হাম কটন মিলে অগ্নিকান্ডে ৭৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা !

এম হায়দার চৌধুরী শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন ও ফয়সল স্পিনিং এর তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান- ওই গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। এ অগ্নিকণ্ডের ঘটনায় তাদের অন্তত ৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একযোগে কাজ করে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রাফি জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল ৮টা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সাভির্সের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে। তবে তুলার বিশাল স্তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়েছে। সেজন্য পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আজ বৃহস্পতিবার সারাদিন লেগে যেতে পারে বলে ধারণা করছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *