#সিলেট বিভাগ

ব্রিটিশ কাউন্সিলের অনুদান পেলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক।

সিলেট প্রতিনিধি:
বিভিন্ন দেশে গবেষণাখাতে ব্রিটিশ কাউন্সিল প্রদত্ত সম্মানজনক অনুদান ( Research Grant) পেয়েছেন লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রভাষক ফারহানা হক। কোভিড-১৯ সংক্রান্ত একটি গবেষণায় প্রধান পর্যবেক্ষক (Chief Investigator) হিসেবে তিনি এ অনুদান পেয়েছেন।

তার গবেষণার মূল প্রতিপাদ‍্য হচ্ছে নগর ও পরিবেশের উপর কোভিড অতিমারির প্রভাব ও চ‍্যালেন্সেস শনাক্ত করে প্রাসঙ্গিক ও টেকসই প্রস্তাবনা উপস্থাপন করা। গবেষণাটি সিলেট ও চট্টগ্রাম শহরকে কেন্দ্র করে পরিচালিত হবে।

গবেষণা প্রকল্পটির উত্তরোত্তর সফলতা কামনা করে গবেষণাধর্মী কাজে অনুদান পাওয়ায় প্রভাষক ফারজানা হককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এসময় স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *