#সিলেট বিভাগ

বৃষ্টির তোড়ে তলিয়ে যাচ্ছে সিলেট শহর।

গত এক সপ্তাহ ধরে তুমুল বৃষ্টি হচ্ছে সিলেটে। টানা বৃষ্টির ফলে নগরীর ভেতর বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রচন্ড তাপদাহ থেকে স্বস্তি মিললেও অতি বৃষ্টি নগরবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ।

দিবা রাত্রি বৃষ্টির কারণে নগরীর বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুধু সড়কে নয়, অলিগলি উপচে বাসা বাড়ি ও দোকানপাটেও ঢুকেছে পানি।

জিন্দাবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, ‘সিলেটে গত কয়েকদিন যেভাবে গরম পড়েছিলো এখন বৃষ্টি যেন সব শীতল করে দিয়েছে । শ্রাবণ মাসেও এমন বৃষ্টি দেখা যায়নি। তবে বৃষ্টির কারণে সারাদিন ব্যবসা-বাণিজ্য হয়নি।’

ভাতালিয়া এলাকার শহীদ বলেন, ‘নগরীর অধিকাংশ ড্রেন অপরিষ্কার। ময়লা-আবর্জনা জমে আছে ড্রেনগুলোতে। ফলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এগুলো নিয়মিত পরিষ্কার হয় না। যার ফলে ড্রেনগুলো ময়লার স্তূপ হয়ে গেছে।’

সিলেট আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *