#সিলেট বিভাগ

বিশ্বনাথে জামায়াত নেতা সিদ্দিকী গ্রেফতার।

সিলেট প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও নায়েবে আমীর এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার বিকেলে পৌরশহরের পুরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে থানা পুলিশের দায়ের করা একটি মামলার দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

জামায়াত নেতা নিজাম উদ্দিন সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই অলক দাশ বলেন, তিনি বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা একটি মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে দায়ের করা মামলা নং জিআর ২২৩/২০১৮ইং।

২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর পৌর এলাকার গন্ধারকাপন গ্রামে উপজেলা জামায়াতের নায়েবে আমীর এমাদ উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত জামায়েতের এক গোপন বৈঠক (উপজেলা মাসিক বৈঠক) থেকে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ’সহ জামায়াতের শীর্ষ ১৭ নেতাকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা (জিআর মামলা নং- ২২৩/২০১৮ইং) দায়ের করে। ওই মামলার আসামী ছিলেন উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *