#সিলেট বিভাগ

বিদেশী শটগানসহ যুবক গ্রেফতার।

সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে একটি বিদেশী শটগান ও কার্তুজসহ সেবুল আহমেদ (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। সে আখালিয়া নয়াপাড়া এলাকার রইস আলীর ছেলে।

সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইনের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৮ রাউন্ড কার্তুজের খোসা ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামতসহ সন্ত্রাসী সেবুল আহমেদকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *