#সিলেট বিভাগ

বাকপ্রতিবন্দ্বী তরুণীকে ধর্ষণ করেছে অটোরিকশা চালক !

সিলেট প্রতিনিধিঃ
সিলেটে বাকপ্রতিবন্দ্বী এক তরুণীকে (১৭) ধর্ষণ করেছে পাষণ্ড অটোরিকশা চালক।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
পরে জালালাবাদ থানাপুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অটোরিকশা চালক বুদু মিয়া ওরফে মক্কু মিয়াকে (৩২) গ্রেফতার করেছে ।

বুধবার (১৭ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষক বুদু মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শত্রুমর্দন মোকামবাড়ি (পাগলা) গ্রামের ফজলু মিয়ার ছেলে।

সিলেট মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে ভিকটিম তার ভাইয়ের সঙ্গে সিলেট তেমুখী পয়েন্ট থেকে তাদের বাড়ি গোবিন্দগঞ্জ যাওয়ার উদ্দেশে বুদু মিয়ার সিএনজি অটোরিকশায় ওঠেন। জালালাবাদ থানার জাঙ্গাইল সিএনজি পাম্পের কাছে যাওয়ার পর চালক গাড়ি নষ্ট হয়ে গেছে বলে জানান। এ সময় তরুণীর ভাইকে গাড়িতে ধাক্কা দেওয়ার কথা বলে গাড়ি থেকে নামতে বলেন।

তরুণীর ভাই গাড়ির পেছনে ধাক্কা দিতে গেলে বুদু মিয়া তরুণীকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান। এসময় তরুণীর ভাই জালালাবাদ থানাপুলিশকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সন্ধ্যার পর জাঙ্গাইল সিএনজি পাম্পের পাশের একটি অন্ধকার জায়গা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। উদ্ধারের পর চালক বুদু মিয়া তাকে ধর্ষণ করেছে বলে জানান ওই বাকপ্রতিবন্দ্বী তরুণী।

নির্যাতিতা তরুণী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *