নাট্য ব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর ময়না আর নেই।
সিলেটের পরিচিত মুখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।
রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভূগছিলেন। তাকে নিয়মিত ডায়ালোসিস করাতে হতো। গত ৮ জানুয়ারি তিনি ব্রেনস্ট্রোকও করেন। স্ট্রোকের পর ওইদিনই নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তিনি লাইফসাপোর্টে ছিলেন ।
গত বৃহস্পতিবার লাইফসাপোর্ট খুলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
নিজাম উদ্দিন লস্কর ময়না একাধারে নাট্যকার, নির্দেশক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে সিলেটে সুপরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি একটি তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানীর জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও তিনি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন । একটি সম্মুখ যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হন। তার মৃত্যুতে সমগ্র সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না কে নিয়ে অনেক স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে। এর মধ্যে জনাব চাঁন মিয়া নামক একজন মুক্তিযোদ্ধা লিখেন,
” আজ মনে পড়ে নিজামুদ্দিন লস্কর (ময়না ভাইর) কথা এক সাথে সুনামগঞ্জের ভালাট সেক্টরে যুদ্ধ করেছি এনাম ভাই ছিলেন আমাদের কোম্পানি কমান্ডার,সিরাজ ভাই এবং ময়না ভাই ছিলেন প্লাটুন কমান্ডার তিনি আমাদের ” সি ” কোম্পানির সবচেয়ে সাহসী যুদ্বা ছিলেন পরম আল্লাহ তাআলার কাছে আরধনা তিনি যেন ভাইকে জান্নাতুল ফেরদৌসে দান করেন। আমিন ”





