#সিলেট বিভাগ

নগরীতে পুলিশি অভিযানে চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার।

চোরাই সিএনজি অটোরিক্সাসহ তিন জনকে গ্রেফতার করেছে কতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-হবিগঞ্জের চুনারুঘাটের গনেশপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. মাসুক মিয়া (৩০), সিলেটের বিশ্বনাথের সতপুর, কালীগঞ্জ এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর এলাকার মনাই মিয়ার ছেলে দুলাল মিয়া (৩২)। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, গত ২ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার দিকে শাহরিয়ার আহমদ চৌধুরী (২৬) নামের এক ব্যক্তি হুমায়ুন রশিদ চত্বর হতে সিএনজি অটোরিক্সা যোগে সোবহানীঘাট পয়েন্টে যাচ্ছিলেন। পথে তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং ১ টি আইফোন-৬ এস চুরি হয়। এ ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালী মডেল থানা পুলিশ সোমবার বেলা ৩ টায় দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার সিএনজি স্ট্যান্ড হতে সিএনজি চালক মো. মাসুক মিয়াকে (৩০) গ্রেফতার করে। পরে তার হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করে পুলিশ।

এ ঘটনায় শাহরিয়ার আহমদ চৌধুরী (২৬) বাদী হয়ে কতোয়ালী মডেল থানার মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মো. মাসুক মিয়ার (৩০) দেয়া তথ্যর ভিত্তিতে সোমবার রাতভর অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানা এলাকা হতে অপর দুজনকে গ্রেফতার করা হয়। বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *