টি এম কে ফাউন্ডেশন এর আবারও ব্যাতিক্রমী আয়োজন ।
প্রতিবারের মত এবারও মানব সেবায় কার্যকর ও ব্যাতিক্রমী পদক্ষেপ নিয়েছিল টি এম কে ফাউন্ডেশন।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, গত শনিবার অর্থনৈতিক কষ্টে থাকা ৩৫ টি মধ্যবিত্ত পরিবারের দরজায় এক সপ্তাহের খাবার পৌঁছে দেয় টি এম কে ফাউন্ডেশন এর ভলান্টিয়াররা।
এক প্রশ্নের জবাবে টি এম কে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা তাহসিন এম খান বলেন- লকডাউন এর কারণে অনেক মধ্যবিত্ত পরিবার অর্থনৈতিক কষ্টে আছে এবং তাদের লিমিটেশন হচ্ছে, সামাজিক অবস্থান এর কারণে তারা কারো কাছে হাত পাততে পারেন না।

গত ১৭ই এপ্রিল, এই মধ্যবিত্ত পরিবার গুলো কে সাহায্য করার ইচ্ছাপোষণ করে আমরা ফেইসবুকে একটি পোস্ট দেই। সেই পোস্ট এর জবাবে এমন এমন যায়গা থেকে সাহায্যের অনুরোধ আসে যে আমি অবাক হয়ে যাই। এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সাধ ও সাধ্যের মধ্যে সমাজে মুখ খুলে বলতে না পারা পরিবারগুলোর জন্যে অন্তত এক সপ্তাহের সাহায্য উপহার হিসেবে প্রদান করি।
তিনি আরও বলেন, টি এম কে ফাউন্ডেশন ভবিষ্যতে ও এধরনের ও আরও ব্যতিক্রমী সামাজিক সহায়তা নিয়ে জনকল্যাণে কাজ করে যাবে। এছাড়া ও তিনি টি এম কে ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক, দাতা ও শুভানুধ্যায়ীদের পাশে থাকার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান।





