#সিলেট বিভাগ

জেলা ছাত্রদলের নেতা ফয়েজ গ্রেফতার।

সিলেট প্রতিনিধিঃ
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ(৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মজুমদারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। ফয়েজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মখলিছ মিয়ার। বর্তমানে-৭১/১, মজুমদারী, থানা-এয়ারপোর্ট-এ তার বসবাস। পুলিশ জানিয়েছে, ফয়েজ সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, ফয়েজ দায়রা-১৫৫৮/১৯, সিআর মামলা নং-১৮৯/১৭ এর ০১(এক) বছরের কারাদন্ড ও ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা অর্থদন্ডের সাজাপ্রাপ্ত এবং এয়ারপোর্ট থানার জিআর মামলা নং-১২৪/১৮, বিশেষ ক্ষমতা-৪৫/১৯ এর পলাতক আসামী। এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মফিজ উদ্দিন, এর দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামী ফয়েজুর রহমান ফয়েজ এর বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারধীন রয়েছে। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *