#সিলেট বিভাগ

জিন্দাবাজারের ভোজনবাড়ী রেস্টুরেন্টকে জরিমানা।

নগরীর জিন্দাবাজারে অবস্থিত ভোজনবাড়ী রেস্টুরেন্ট সহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি টিম এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। অভিযানকালে পণ্যের ওজনে কারচুপি এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মূল্য তালিকা প্রদর্শন না করায় মোহন স্ন্যাকসকে ৫ হাজার টাকা, বিদেশী পণ্যে আমদানীকারকের স্টিকার না থাকায় শাফাত কসমেটিকসকে ৩ হাজার টাকা, সমাহার কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনামুলুক লিফলেট বিতরণের পাশাপাশি মহানগরীর শুকরিয়া মার্কেট এবং জিন্দাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। অভিযানে সহায়তা করেন এপিবিএন এর একটি টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *