#সিলেট বিভাগ

জাল নোট ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মৌলভীবাজারে ৩০টি জাল নোট ও ২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব -৯’র সদস্যরা। গত রবিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম, আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলী (৩০)। সে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হরিচক গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র।

র‍্যাব জানায়, রবিবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতি. পুলিশ সুপার মো.সামিউল আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন হরিচক গ্রামস্থ আলা উদ্দিনের বসত ঘরের ভেতর মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৩০টি জাল নোট এবং ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *