জগন্নাথপুরে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার।
সিলেট প্রতিনিধি: জগন্নাথপুর থেকে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। তারা হচ্ছে-জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের মো: আব্দুল সামাদের পুত্র ) মোঃ ময়নুল হক (২৯), মৃত তহিরুল্লাহর পুত্র মোঃহানিফআহম্মেদ (৩৮) এবং তার(হানিফ)-এর স্ত্রী মোছাঃ পারভিন বেগম (৩৮)।
তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৩৫ হাজার ৬শ’ টাকা, ক্যাবল ও চার্জার ১৭টি, ৪ টি এটিএম কার্ড, ৪টি চেক বই, একটি টেলিফোন, ১১ টি মোবাইল ও ২০ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত এবং আসামীদেরকে সুনামগঞ্জ জেলার এর ছাতক থানার অভিযোগ নং-৩৫৩, তারিখ-১৫/০৫/২০২১ এবং মামলা নং-২৯, তাং- ২৬/০৫/২০২১, ধারা- ৪০৬/৪২০দন্ডবিধি মূলে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা ২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল এএসপি আব্দুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।





