#সিলেট বিভাগ

ছাদ কৃষিতে নজিরবিহীন সফলতা !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, তিনি শখের বশে অফিসের ছাদে বাগান করেছেন। এতে তিনি বিষমুক্ত ফল ও শাক-সবজি উৎপাদনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বিশেষ অবদান রাখছেন। তার বাগানের পরিসর প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এখন তিনি স্বপ্ন দেখছেন ভবিষ্যতে জেলার সকল স্কুলের ছাদে বাগান গড়ে তোলার।

সরজমিনে গিয়ে দেখা যায় বাগানের মাঝামাঝি গোলাকার একটি টেবিল তৈরী করা হয়েছে। তার চারপাশে রয়েছে বসার জন্য চেয়ার। আলাপকালে শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, নৈসর্গিক পরিবেশে বসে বাগানের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করার জন্য সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিজ খরচে তিনি এটি নির্মাণ করেছেন। প্রতিদিন ফজরের নামাজ আদায় করে তিনি ঘন্টা দেড়েক বাগানের পরিচর্যা করেন। আর এতে তিনি আনন্দ পান। তিনি বলেন, নিজের হাতে গড়া বাগানের শাক সবজি দিয়ে চলে আমার সংসার। আর তাই বাজার থেকে তেমন একটা শাক সবজি কিনতে হয় না। তার ভবিষ্যত পরিকল্পনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে বাগান গড়ে তোলা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের তাতে সম্পৃক্ত করা যাতে তারা ব্যক্তিগত উদ্যোগে শখের কাজ হিসেবে বাসা বাড়িতেও বাগান গড়ে তোলে। এতে বিষমুক্ত খাদ্য পাওয়ার পাশাপাশি বিশুদ্ধ ও নির্মল বায়ু নিশ্চিত হবে। পরিবেশের ভারসাম্য ও রক্ষা পাবে।
মোহাম্মদ রুহুল্লাহর ছাদ বাগানে যেসব গাছ স্থান পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ড্রাগন, চায়না কমলা, চায়না মাল্টা, কাশ্মিরী আপেল কুল, জাম্বুরা, স্ট্রবেরী, ডালিম (আনার), পেঁপে, বেলম্বু, কামরাঙা, মিষ্টি তেতুল, থাই পেয়ারা, কলা, আম, জামরুল, অরবড়ই, দারুচিনি, অ্যালোভেরা, বিভিন্ন প্রজাতির লেটুস পাতা, নাগা মরিচ, কাল মরিচ, ঢেড়স, বিভিন্ন প্রজাতির বেগুন, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, ঝিঙা, লাল রঙের পুঁই শাক, লাউ, ডাটা, উন্নত মানের কচু ও পান।
এ ব্যাপারে তিনি জানান, বর্তমানে এই ছাদ বাগানে ৭৮টি হাফ ড্রাম, ২০টি বালতি, ২৫টি ফলের কেইস, ২৫টি বিভিন্ন সাইজের টব ও ২৫টি কন্টেইনারে শোভা পাচ্ছে বিভিন্ন দেশী বিদেশী ফুল, ফল ও শাক সবজি। বিভিন্ন সময়ে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে ফলের চারা সংগ্রহ করেছেন। যাতে বর্তমানে ফল আসতে শুরু করেছে। তিনি মৌসুমী শাক সবজির বীজ ও চারা রোপনে গুরুত্ব দিয়ে থাকেন। আর এসব ক্ষেত্রে তিনি খাদ্য নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেন। আর তাই তিনি তার ছাদ বাগানে কোন গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করেন না। ছাদের উপরেই একটি নির্দিষ্ট স্থানে গাছের পাতা, সবজির খোসা পঁচিয়ে অর্গানিক সার তৈরী করেন। এছাড়া গোবর সারও প্রয়োগ করে থাকেন। ফলে ছাদ বাগানে উৎপন্ন সকল শাক সবজি ও ফলমূল থাকে বিষমুক্ত।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৯ সালে সিলেটের বিভাগীয় কমিশনার হবিগঞ্জ এসে দপ্তর প্রধানদেন সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ছাদ বাগান করতে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন। এ থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি শিক্ষা অফিসের ছাদে এ বাগান গড়ে তোলেন। আর এ ক্ষেত্রে হবিগঞ্জের জেলা প্রশাসকও তাকে প্রয়োজনীয় পরামর্শ, উৎসাহ অনুপ্রেরণা দেন। বিভিন্ন সময়ে বিদ্যালয়ের শিক্ষকসহ যখনি কেউ তার কাছে আসে তিনি তাকে ছাদে নিয়ে গিয়ে তার ছাদ বাগান দেখান এবং তাকে ছাদ বাগান করতে উদ্বুদ্ধ করেন। আর এ ক্ষেত্রে তিনি অনুকরণীয় হতে চান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *